Saturday, May 18সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

আজ ভারত সফরে যাচ্ছে ১০০ সদস্যের ইয়ুথ ডেলিগেশন টিম

তরিকুল ইসলাম লাভলু, বিশেষ প্রতিবেদক: সপ্তাহব্যাপী আজ বুধবার ভারত সফরে যাচ্ছে ১০০ সদস্যের ইয়ুথ ডেলিগেশন টিম। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ১০০ সদস্যের ইয়ুথ ডেলিগেশন টিমের ভারত সফর উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার ১১ অক্টোবর ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন বনানীর শেরাটন হোটেলে ১০০ সদস্যের বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন টিমের জন্য একটি ফ্ল্যাগ-অফ অনুষ্ঠানের আয়োজন করে। ডেলিগেটদের দলটি আজ বুধবার (১২ অক্টোবর) আট দিনের ভারত সফরে যাচ্ছে।

ফ্ল্যাগ-অফ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ভারতের ডেপুটি হাই কমিশনার ড. বিনয় জর্জ। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ডেলিগেটদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন অভিনেতা আরিফিন শুভ।

সপ্তাহব্যাপী ভারত সফরে বাংলাদেশি তরুণরা ভারতের সরকার, শিক্ষা, ব্যবসা এবং বিজ্ঞান ও প্রযুক্তিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। এছাড়া ডেলিগেটদের ভারতের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থানগুলোও ঘুরিয়ে দেখানো হবে। সফরটিকে এমনভাবে সাজানো হয়েছে, যাতে করে ডেলিগেটরা ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় ঐতিহ্য পর্যবেক্ষণ করতে পারেন।

প্রসঙ্গত, বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রামটি ২০১২ সালে যাত্রা শুরু করে। মূলত বাংলাদেশি তরুণদের ভারতীয় সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে, এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নের উদ্দেশ্যেই এই আয়োজন করে থাকে ভারতীয় হাইকমিশন।

শেয়ার বাটন