Saturday, May 18সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

শ্যামনগরে ড্রেজার মেশিনে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

হাফিজুর রহমান, নিজস্ব প্রতিনিধি: মহামান্য হাইকোর্টের আদেশকে অমান্য করে সাতক্ষীরার শ্যামনগরে ড্রেজার মেশিনে ও বোরিং করে অবৈধভাবে বালু উত্তোলন করে রাস্তার কাজে ঠিকাদার হাকিমের কাছে বিক্রির অভিযোগ ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যানের বিরুদ্ধে। মহামান্য হাইকোর্টের ১৬৩৯২/২০১৭ খ্রিঃ নং রীট পিটিশন আদেশ অমান্য করে কার্যক্রম চলতে থাকলে পরিবেশ ও জীব জীব বৈচিত্র হুমকির মুখে পড়বে বলে মনে করেন এলাকাবাসী। শ্যামনগরে নদী ভাঙ্গন কবলিত এলাকাসহ ঘনবসতি লোকালয়ে ড্রেজার মেশিনে বা বোরিং করে অবৈধভাবে বালু উত্তোলন করে ঠিকাদারের রাস্তা ভরাটের কাজে বিক্রি অব্যাহত রয়েছে। বর্তমানে রমজাননগর ইউনিয়নের কৈখালী কোসগার্ড থেকে টেংরাখালী সুইচ গেট পর্যন্ত ৩ কিলোমিটার পাউবোর রাস্তায় মুজিবর কাগুচীর ঘের থেকে বোরিং করে অবৈধভাবে বালু উত্তোলন করছে রমজাননগর ইউপি চেয়ারম্যান আল- মামুন তবে এ বিযয়ে চেয়ারম্যান আল মামুনের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি সত্যতা স্বীকার করেন। অথচ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেই কোন ব্যবস্থা। এ ছাড়া সুন্দরবন রিজার্ভ ফরেস্টের বাহিরে চারিদিকে ১০ কিলোমিটার বিস্তীর্ণ এলাকায় টেকসই পরিবেশ ব্যবস্থাপনার লক্ষ্যে বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ ইউনিয়ন ভুমি কর্মকর্তার মাধ্যমে উপজেলা প্রশাসনকে ম্যানেজ করে বালু উত্তোলন করছে এই মহলটি। তথ্যে আরো জানা গেছে ৪/৫ টি ছোট কার্গো ও ৮/১০টি ইঞ্জিন চালিত ট্রলার প্রতিনিয়ত জোয়ার ভাটার মুখে ভোর সকালে খোলপেটুয়া ও কপোতাক্ষ নদী ভাঙ্গন এলাকা থেকে ড্রেজার মেশিনে অবৈধ ভাবে বালু উত্তোলন অব্যাহত রয়েছে। এ বিষয়ে রমজাননগর ও কৈখালী ইউনিয়নের বহুল আলোচিত সহকারী ভূমি কর্মকর্তা আইনুল হকের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন ইউএনও মহোদয়ের নির্দেশে আমি ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলন বন্ধ করে আসি। কিন্তু আমি চলে আসার পর আবার বালু উত্তোলন শুরু করে।পরে আমি স্যারকে বিষয়টি জানিয়েছি। অবস্থা দেখলে মনে হয় এ যেন সাপ লুডু খেলা। চোরে-চোরে মাসতুতো ভাই। মিলেমিশে করি কাজ হারি জিতি নাহি লাজ। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম এর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন আমি বিষয়টি দেখতেছি।

শেয়ার বাটন