Sunday, May 19সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনায় মাদরাসা ছাত্রী ও বাক প্রতিবন্ধিকে মারধর

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর শহরের পশ্চিম লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পঞ্চম শ্রেনীর এক ছাত্রী ও বাক প্রতিবন্ধি এক মহিলাকে মারধর করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে ১৫নং ওয়ার্ড এ ঘটনা ঘটে।
এতে আহত হয় ৫ম শ্রেনীর মাদসারা ছাত্রী জান্নাতুল ফেরদাউস মীম, তার মা শিল্পী আক্তার ও ফুফু বাক প্রতিবন্ধি বকুল আক্তার।

জানা যায়, মঙ্গলবার বিকালে নিজ বাড়ির আঙ্গিনায় ৪বছরের শিশু হাফসা ও ৩বছরের শিশু রাহিম খেলাধুলা করছিলো। এতে রাহিমের আঘাতে হাফসা ব্যথা পেলে তার মা শিল্পী আক্তার এসে রাহিমকে ধমক দেও। এসময় রাহিম কেঁদে উঠলে রাহিমের নানী ফারুল আক্তার, মা রুমা এসে এলোপাতাড়ি মীম, তার শিল্পী বেগম ও ফুফু বকুল আক্তারকে মারধর করতে থাকে। এতে মীমের গালে, গলায় আঘাত পায়। এছাড়া শিল্পী বেগম ও বকুল আক্তারও আহত হয়। তাদের কে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে।
মীম এর বাবা আব্দুল মান্নান বলেন, আমার মাদরাসা পড়ুয়া মেয়েকে তার অমানবিক ভাবে মেরেছে। এছাড়া ধরতে আসলে আমার স্ত্রী ও বোনকেও মেরেছে। অথচ তাদের সাথে কিছুই হয় নি। এঘটনায় আমি এর বিচার চাই।

অভিযুক্ত ফারুল আক্তারের স্বামী মাসুদ বলেন, বাচ্চাদের সাথে সামান্য ঝগড়া হয়েছে। এটাকে তারা বড় করছে। তারাও আমাদের বাচ্চাকে মারধর করেছে।

লক্ষ্মীপুর পৌরসভার মহিলা কাউন্সিলর রাহিমা বেগম বলেন, ঘটনাটি আমি শুনেছি। উভয় পক্ষকে আসতে বলেছি। দু’পক্ষের কথা শুনে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করবো।

শেয়ার বাটন