
রমনা থানা এলাকা থেকে ৮০বোতল ফেনসিডিলসহ গ্রেফতার-১
হাসানুজ্জামান সুমন, বিশেষ প্রতিনিধি: রাজধানীর রমনা মডেল থানা এলাকা থেকে ফেন্সিডিলসহ একজজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মিরপুর বিভাগ।গ্রেফতারকৃত হলেন- মোসাঃ সাহিদা বেগম ওরফে দেলোয়ারা বেগম ওরফে দুলু বেগম। এসময় তার হেফাজত থেকে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধারমূলে জব্দ করা হয়।অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা মিরপুর বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের টিম লিডার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, আজ মঙ্গলবার (১১ অক্টোবর ২০২২) বিকাল ৪:৩০ টায় গোপন সংবাদের ভিত্তিতে রমনা মডেল থানার কাকরাইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে উদ্ধারকৃত মাদকদ্রব্য ফেন্সিডিলসহ মোসাঃ সাহিদা বেগমকে গ্রেফতার করা হয়।এ সংক্রান্তে রমনা মডেল থানায় মামলা রুজু হয়েছে।
...