
কালীগঞ্জে এসিল্যান্ডের উপর প্রভাব বিস্তার করে রেকর্ডিও জমির ঘেরা কাটার অভিযোগ
হাফিজুর রহমান, নিজস্ব প্রতিনিধি: মন্দিরে যাওয়ার রাস্তার নাম ভাঙিয়ে জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উপর নিজ ক্ষমতার প্রভাব খাটিয়ে প্রতিবেশীর জমি দখল ঘেরা কাটার অভিযোগ পাওয়া গেছে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের (সি এ) কমিশনার ভূপালী সরকারের বিরুদ্ধে। দুর্গাপূজার ছুটিতে বাড়ি এসে বাবা কাকার কথামতো শত বছরের দখলি রেকডিও জমির উপর দিয়ে জোরপূর্বক মন্দিরে যাওয়ার পথের নাম ভাঙিয়ে প্রতিবেশী হিমাদ্রি সরকারের জমি দখল ও জমির ঘেরা কেটে দিয়েছে তাহশিলদার আব্দুর রাজ্জাক। লিখিত অভিযোগ ছাড়া কমিশনার ভুপালির প্রভাবে সহকারি কমিশনার (ভূমি) কালিগঞ্জের রোকনুজ্জামান এর নির্দেশে তশিলদার আব্দুর রাজ্জাক এর বিরুদ্ধে ঘেরা কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বিষয়টি দেখে একটি প্রবাদের কথা মনে পড়ে" যার বিয়ের তার খবর নাই পাড়াপড়শির ঘুম নাই"। ঘটনাটি ঘটেছে গত কয়েকদিন ধরে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ই...