
শাসক নয় আপনাদের সেবক হয়ে থাকতে চাই: দোলন এমপি
হাফিজুর রহমান, কালিগঞ্জ (সাতক্ষীরা) থেকেঃ আমি শাসক নয়, অবহেলিত কালীগঞ্জ বাসীর কাছে সেবক হয়ে থাকতে চাই। অবহেলিত কালীগঞ্জ উপজেলার ৮ টি ইউনিয়নকে প্রাধান্য দিয়ে আপনাদের মাঝে অবশিষ্ট উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়ে তা সম্পূর্ণ করতে চাই। আপনারা আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য বানিয়েছেন, তাই আমার দরজা আপনাদের কাছে সব সময় খোলা। অতীতের যেভাবে আপনারা ভালোবেসে ভোট দিয়ে যে সম্মান দিয়েছেন আমি আপনাদের সেই মর্যাদা রক্ষা করতে চাই। আপনাদের কাছে অতীতের মত আমি দোলন ভাই হিসেবে থাকতে চাই। ছেলে সন্তানের মত আপনাদের বুকে ধারণ করতে চাই। ভোটের সময় আমার দলীয় নেতাকর্মী ছাড়া সর্বস্তরের জনগণ ঠক প্রতারক টাকা চোরকে বিতাড়িত করে আমাকে ভোট দিয়ে ভালোবেসে নির্বাচিত করে মর্যাদার আসনে বসিয়েছেন। আমি আপনাদের মর্যাদা রক্ষা করতে চাই। আমি জানি কালিগঞ্জ বাসির মনে অনেক পাওয়া না পাওয়ার নিয়ে ক্ষোভ জমে আছে। আমি আপনাদের সামনে নির...