
যাত্রাবাড়ী থানা পুলিশ কর্তৃক ৮কেজি গাঁজাসহ গ্রেফতার-১
হাসানুজ্জামান সুমন, বিশেষ প্রতিনিধি: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম রিনা বেগম।গতকাল শনিবার (৩ জুন ২০২৩) সকালে কুতুবখালী পকেট গেইট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুল আলম জানান, একজন মাদক কারবারি যাত্রাবাড়ী থানার কুতুবখালী পকেট গেইট এলাকার বি এইচ ফার্নিচারের সামনে মাদকদ্রব্য গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে যাত্রাবাড়ী থানা পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর সময় ৮ কেজি গাঁজাসহ রিনাকে গ্রেফতার করা হয়।তিনি আরও জানান, গ্রেফতারকৃত রিনা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকার মাদক কারবারির নিকট থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীসহ ...