
ট্যুর প্যাকেজের নামে প্রতারণা গ্রেফতার-৩
হাসানুজ্জামান সুমন বিশেষ প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ওয়েবসাইটে দেশ ও দেশের বাইরে লোভনীয় ট্যুর প্যাকেজসহ বিভিন্ন সেবা প্রদানের নামে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগ।গ্রেফতারকৃতরা হলো-সাইফুল আলম ওরফে অপু, মোঃ আহাদ আলম ওরফে তালহা ও মোঃ আমিনুল ইসলাম। এসময় তাদের হেফাজত থেকে প্রতারণায় ব্যবহৃত ১টি ল্যাপটপ, ১৪টি পাসপোর্ট, ১০টি মোবাইল ফোন, ১৫টি সিমকার্ড, ২টি ল্যান্ডফোন, ১টি ওয়াকিটকি সেট, ১টি সিপিইউ, ৫টি এটিএম কার্ড ও ব্যাংকের ৬টি চেক বই উদ্ধার করা হয়।গতকাল মঙ্গলবার দুপুরে ডিএমপির ডিবি কম্পাউন্ডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে এ বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম (বার), পিপিএম (বার)।অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, একটি ...