
ঈদকে সামনে রেখে জমে উঠছে নিউ মার্কেট
নিজস্ব প্রতিবেদক: দিন যত যায় ততই ঈদ ঘনিয়ে আসছে। রাজধানীর মার্কেটগুলো এখন ঈদের আমেজে রূপ নিয়েছে। রোজার শুরুর দিকে ক্রেতা-গ্রাহকের উপস্থিতি কম থাকলেও এখন আস্তে আস্তে উপস্থিতি বাড়ছে। সাথে সাথে কেনা বেচাও আগের তুলনায় বাড়ছে। রাজধানীর নিউ মার্কেট ঘুরে দেখা গেলো ঈদ বাজার আবারও জমে উঠতে শুরু করেছে।
নিউ মার্কেট ব্যবসায়ীরা জানান, গত দুই বছর করোনায় ব্যবসা তেমন একটা হয়নি। এবছর আবার জমতে শুরু করেছে। তবে আগের যেকোন সময়ের মত আর ক্রেতা পাওয়া যাচ্ছে না।
তারা জনিয়েছেন, প্রতিবছর রোজার শুরু থেকেই গ্রামমুখী মানুষজন আস্তে আস্তে ঢাকা ছাড়তে শুরু করে। অন্যান্য বছর পুরো রমজান মাস শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে। তখন অভিভাবক ও শিক্ষার্থীরা রমজানের শুরুতেই কেনাকাটা করে ঢাকা ছাড়তে শুরু করে। কিন্তু এবারের চিত্র ভিন্ন। পুরোদমে চলছে স্কুল, কলেজ, ভার্সিটির ক্লাস-পরীক্ষা। সুতরাং কেউই এই শ্রেণির কেউই এখনও মার্কেটমুখী ...