
দশ বছরে পদার্পন করলো র্যাপ ডিজাইনার বুটিক্স
নিজস্ব প্রতিনিধি: নয় পেরিয়ে সাফল্য মন্ডিত ভাবে দশ বছরে পদার্পন করলো র্যাপ ডিজাইনার বুটিক্স। হাটি হাটি, পা পা করে ২০১৪ সালে রাজধানীর তেজগাঁও মনিপুরী পাড়ার সংসদ এভিনিউয়ে কেক কেটে প্রতিষ্ঠানের আনুষ্ঠানিতকতা যাত্রার উদ্বোধন করেন গ্রীন হেরান্ড ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল সিষ্টার ভার্জিনিয়া আশা গমেজ। সেই থেকে সুনামের সাথে নয়টি বছর পেরিয়ে আজ দশ বছরে পদার্পন উপলক্ষে তেজগাঁও মনিপুরী পাড়ার সংসদ এভিনিউয়ে অবস্থিত র্যাপ ডিজাইনার বুটিক্সে কেক কেটে উৎসাহ উদ্দিপনায় দিনটি উদযাপিত হয়। এসময় বিভিন্ন পর্যায়ের অতিথিসহ র্যাপ ডিজাইনার বুটিক্সের কর্মকর্তা-কর্মচারী উপস্থিথ ছিলেন। দশ’এ পদার্পন উপলক্ষ্যে র্যাপ ডিজাইনার বুটি্কস এর সিইও রাখী গাঙ্গুলী অত্রযাত্রায় সামিল হবার জন্য সমস্ত শুভাকাঙ্খীদের ধন্যবাদ জানান।
...