
হানিমুনের পরিকল্পনা করার আগে যা জানা জরুরি
অন্যরকম ডেস্ক:
বিয়ের আয়োজন ঘিরে থাকে নানা পরিকল্পনা, সেসব ঠিকভাবে সম্পন্ন করার পরপরই করতে হয় হানিমুন পরিকল্পনা। হানিমুনকে ঘিরে বর-কনের থাকে চাপা উত্তেজনা। কারণ দুজনে মিলে কিছু সময় একা কাটানো এবং সেখান থেকেই শুরু হয় পরবর্তী পথচলা। হানিমুন পরিকল্পনা করাও একটি কঠিন কাজ। কারণ হানিমুনে কেবল নবদম্পতিই যান, অন্যরা সঙ্গী হয় না। এক্ষেত্রে সবকিছু ঠিকঠাক করা গুরুত্বপূর্ণ যাতে কোনো ভুল বা খারাপ অভিজ্ঞতার জায়গা না থাকে। হানিমুন পরিকল্পনা সম্পর্কে কিছু জিনিস জানা জরুরি-
দ্রুত পরিকল্পনা করুন
হানিমুনের পরিকল্পনা তাড়াতাড়ি শুরু করুন। কারণ আপনার ধারণার থেকেও অনেক বেশি সময় লাগবে এটি শেষ করতে। তাই প্রাথমিক পরিকল্পনা তৈরি করা থাকলে পরবর্তীতে আপনার কাজ সহজ হবে। এই পরিকল্পনা থেকেও অনেককিছু যোগ-বিয়োগ হবে, তাই হানিমুনের পরিকল্পনা করার জন্য দেরি করবেন না।
ভাড়া ও সময়সূচী সম্পর্কে ভা...