একই সাথে যমজ তিন বোনকে বিয়ে করলেন যুবক
সীমান্ত ডেস্ক: যমজ তিন বোন, বড় হয়েছেন একসাথে। এমনকি ভালোও বেসেছেন একজন যুবককেই। এমন পরিস্থিতিতে মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর তিন বোন মিলে বিয়ে করলেন সেই যুবককে।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিরর বলছে, একসঙ্গে তিন বোনকে বিয়ে করা ওই যুবকের নাম লুইজো। তিনি বিয়ে করেছেন নাতালি, নাদেগে ও নাতাশাকে।
এদিকে তিন যমজ বোনকে বিয়ে করার ঘটনা রীতিমতো দেশজুড়ে তো বটেই, বিশ্বজুড়েই আলোচনার বিষয় হয়ে উঠেছে।
তিন বোনকে একসাথে বিয়ে করে ভাইরাল হওয়া ওই যুবক স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, সামাজিক যোগাযোগামাধ্যমে আমার প্রথমে নাতালির সঙ্গে পরিচয় হয়। আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দেখা করার সিদ্ধান্ত নেই আমরা। আমাদের দেখাও হয়। সেখানে দুই বোন নাদেগে ও নাতাশার সঙ্গে পরিচয় করিয়ে দেন নাতালি। তিন জন দেখতে একইরকম। কে যে তার আসল প্রেমিকা নাতালি তা বারবারই ভুল করতে থাকেন। পরে একপর্যায়ে বাকি দুজনের সাথেও প্রেমের সম্পর্...