Monday, April 29সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

কালীগঞ্জে বিজিবির অভিযানে ২৯৩ বোতল ফেনসিডিল সহ আটক- ১

হাফিজুর রহমান, কালিগঞ্জ (সাতক্ষীরা) থেকেঃ
অভিনব কায়দায় ধানের বস্তার মধ্যে লুকিয়ে বিশেষ কায়দায় ২৯৩ বোতল ফেন্সিডিল সহ আবুল হোসেন নামে বহনকারী এক ভ্যান চালককে আটক করেছে বিজিবির টহল দলের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৭ টার সময় সাতক্ষীরার নীলডুমুরে অবস্থিত ১৭ বিজিবির আওতাধীন কালিগঞ্জ উপজেলার ধল বাড়িয়া ইউনিয়নের বাঁশঝাড়িয়া ক্যাম্পের হাবিলদার রাজু আহমেদের নেতৃত্বে টহল দলের সদস্যরা বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের সামনের রাস্তা থেকে ভ্যান সহ তাকে আটক করতে পারলেও মূল আসামী মাদক সম্রাট রমেশকে আটক করতে পারেনি টহল দলের সদস্যরা। আটকৃত ভ্যান চালক আবুল হোসেন জানায় উপজেলা শেরকাটি গ্রামের শচীন চন্দ্র মন্ডল এর পুত্র মাদক ব্যবসায়ী রমেশ চন্দ্র মন্ডল তাকে ১ টি ধানের বস্তা দিয়ে কালিগঞ্জ পৌঁছে দেওয়ার জন্য ভাড়া করে। আমি অসহায় গরিব মানুষ ধানের বস্তা ভ্যানে নেওয়ার সময় বিজিবি সদস্যরা আটক করে আসলে আমি কিছু জানি না। উক্ত ঘটনায় বাঁশঝাড়িয়া ক্যাম্পের হাবিলদার রাজু আহমেদ বাদী হয়ে গতকাল রবিবার কালিগঞ্জ থানায় ২ জনকে আসামি করে মাদক আইনে একটি মামলা দায়ের করেছে। মাদক ব্যবসায়ী রমেশ দীর্ঘদিন ধরে মাশোহারা দিয়ে মাদক ব্যবসা চালিয়ে অত্র এলাকা দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে পাচার করে আসছিল বলে জানা যায়।

শেয়ার বাটন