Monday, April 29সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

কালীগঞ্জে অবৈধ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালতের অভিযান

হাফিজুর রহমান, কালিগঞ্জ (সাতক্ষীরা) থেকেঃ সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার অনুমোদন বিহীন ৩ টি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালতের আকস্মিক অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রবিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১ টা হতে ২ টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয় বেসরকারি ৩ টি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে। জরিমানা আদায় কৃত ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার গুলো হলো নলতার ডাঃ অনন্যা ওরফে মাসুম পরিচালিত ইউনিক ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অনুমোদন ছাড়া বিভিন্ন অনিয়মের কারণে ৭০৷ হাজার, আব্দুল বারীর নলতা আহছানিয়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ১০ হাজার এবং মৌতলা বাজারে অবস্থিত ডিজিটাল ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল কবিরের নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহার আলী, ভোক্তা৷ অধিকারের সাতক্ষীরার সহকারী পরিচালক নাজমুল হাসান এবং উপজেলা স্বাস্থ্য সহকারী পরিদর্শক আব্দুস সোবহানের নিয়ে গঠিত ভ্রাম্যমান আদালতের আভি্যানিক দল অভিযান পরিচালনা করে এ জরিমানার টাকা আদায় করা হয়। তবে বারবার এই ধরনের অনুমোদন বিহীন দু-একটি ক্লিনিকে লোক দেখানো অভিযান পরিচালনা করা হলেও রাঘব বোয়ালরা থেকে যায় ধরাছোঁয়ার বাহিরে। কি অদৃশ্য কারণে এই সমস্ত নিয়ম-নীতি বহির্ভূত অনুমোদনহীন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালিত হয় না সে প্রশ্ন উপজেলা বাঁসির। প্রয়োজনীয় ডাক্তার, নার্স, প্যাথলজিস্ট ও অনুমোদন বিহীন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার গুলো হলো কালীগঞ্জের পাওখালিতে অবস্থিত লাইভ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, মহৎপুর এ্ আলী ক্লিনিক, কালিগঞ্জ ফুলতলায় ঝরনা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, নাজিমগঞ্জ বাজারে সাংবাদিক কাম ডাক্তার শরিফুল ইসলামের যমুনা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, নূর মোহাম্মদের নূহা প্যাথলজি অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, উত্তর কালিগঞ্জ সার্জিকাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, শের আলী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, নলতা মহিলা মাধ্যমিক বালিকা বিদ্যালয় সড়কে আলোর দিশা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, শেরে বাংলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, স্বপ্ন ডায়াগনস্টিক সেন্টার, ফ্যামিলি হেলথ কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার, নাহার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এবং নলতা ডায়াবেটিক হাসপাতাল। ব্যাঙের ছাতার মত উপজেলা জুড়ে গড়ে ওঠা এই সমস্ত ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সাইনবোর্ড সর্বস্ব ডাক্তার, নার্স এবং প্যাথলজিস্ট এর ব্যবহার করে মানুষের সাথে প্রতারণার মাধ্যমে প্রতিদিন চিকিৎসার নামে অপ চিকিৎসা করে প্রতিনিয়ত প্রতারিত করে টাকা আদায় করে আসছে।

শেয়ার বাটন