হাজারীবাগে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক-১
হাসানুজ্জামান সুমন, বিশেষ প্রতিনিধি: রাজধানীর হাজারীবাগ থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাজারীবাগ থানা পুলিশ।গ্রেফতারকৃতের নাম মোঃ রনি। এ সময় তার হেফাজত হতে একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। বুধবার (২৯ মে ২০২৪) রাতে হাজারীবাগের কালুনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ পিপিএম, জানান, হাজারীবাগের কালুনগর সিএনজি স্ট্যান্ডের সামনে কয়েকজন লোক ডাকাতির উদ্দেশ্যে দেশি অস্ত্রসহ অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রনিকে গ্রেফতার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে ওসি জানান, রনি সংঘবদ্ধ অপরাধ চক্রের সক্রিয় সদস্য। ঢাকা শহরের বিভিন্ন স্থানে পথচারীদের দেশি অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করতো। আসন্ন ঈদুল আযহাকে...