Sunday, May 5সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

প্রভাষক শেখ আফছার উদ্দীনের পিএইচডি ডিগ্রি অর্জন

আবু তালেবঃ সাতক্ষীরার শ্যামনগর সরকারি মহসীন কলেজের প্রভাষক শেখ আফছার উদ্দীন সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ হতে উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রফেসর ডক্টর ইসমাইল হোসেন স্যারের তত্ত্বাবধানে “IDENTIFICATION AND CHARACTERIZATION OF Trichoderma asperellum AS POTENTIAL BIOAGENT FOR CONTROLLING SOME IMPORTANT SOIL BORNE FUNGAL PATHOGENS IN BANGLADESH” শিরোনামে পিএইচডি (ডক্টরেট) ডিগ্রি অর্জন করেছেন। তিনি বাজারগ্রাম রহিমপুর কালিগঞ্জের মরহুম শেখ অবেদ আলী- এঁর পুত্র এবং এ্যাডভোকেট শেখ আকবর হোসেন, কয়রা কোর্ট, খুলনা, পোষ্টমাষ্টার মরহুম শেখ আইয়ুব আলী, শেখ আকরাম হোসেন, প্রভাষক, সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজ, সখীপুর, দেবহাটা, সাতক্ষীরা- এঁদের ছোট ভাই এবং শেখ আহছান উল্লাহ, কালিগঞ্জ উপজেলা পোষ্ট অফিস- এর বড় ভাই। তিনি সকলের দোয়া প্রার্থী।

শেয়ার বাটন