Monday, May 6সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

কালীগঞ্জে কমিটিতে ঢুকতে মেম্বার পুত্রকে স্কুল-মাদ্রাসায় ভর্তি

হাফিজুর রহমান, নিজস্ব প্রতিনিধি: ম্যানেজিং কমিটির সদস্য হতে সিরাজুল ইসলাম নামে এক ইউপি সদস্য তথ্য গোপন করে তার একমাত্র পুত্র শাহরিয়ার নাফিজ কে স্কুল ও মাদ্রাসায় ভর্তি ও একই সাথে ২ প্রতিষ্ঠানে নিয়মিত ছাত্র হিসেবে হাজিরা দেখানো হলেও দেখার কেউ নাই।

ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দারুল উলুম চৌমুহনী ফাজিল ডিগ্রী মাদ্রাসা ও লাকি কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তথ্য অনুসন্ধানের জন্য গতকাল মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা ১১ টার সময় লাকি কোমরপুর প্রাথমিক বিদ্যালয় গেলে অত্র স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান আমার স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শ্রীরামপুর গ্রামের সিরাজুল ইসলামের পুত্র শাহরিয়ার নাফিজ আমাদের বিদ্যালয় এর প্রথম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র এবং সেই নিয়মিত স্কুলে হাজির থাকে। তার রোল নাম্বার ২২। অপরদিকে বেলা ১২টার সময় দারুল উলুম চৌমুহনী ফাজিল ডিগ্রী মাদ্রাসার ইফতেদায়ী বিভাগের প্রধান মোবারক হোসেনের নিকট জানতে চাইলে তিনি জানান অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সিরাজুল ইসলাম এর পুত্র শাহরিয়ার নাফিজ অত্র মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র। যে কারণে সিরাজুল ইসলাম নির্বাচনে বিনা ভোটে অত্র মাদ্রাসায় পরিচালনা পর্ষদের সদস্য হয়েছে। তবে এ বিষয়ে অত্র মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল কাদের হেলালির নিকট মুঠো ফোনে জান।

শেয়ার বাটন