Monday, April 29সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

কালিগঞ্জে ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

হাফিজুর রহমান, কালিগঞ্জ (সাতক্ষীরা) থেকেঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ২৫ মার্চ গনহত্যা দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস। বাঙালি জাতির জীবনে ১৯৭১ সালের এইদিন শেষে এক বিভীষিকাময় ভয়াল রাত নেমে এসেছিল। এদিন মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চ লাইটের নীলনকশা অনুযায়ী বাঙালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালীদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে।
বাঙালির স্বাধীনতার আকাঙ্খা মুছে দেয়ার চেষ্টায় ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা শুরু করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। তারপর নয় মাসের সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে এসেছিল বাংলাদেশের স্বাধীনতা। ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে ব্যাপক গণহত্যা চালিয়ে বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের সামরিক বাহিনী যে সশস্ত্র অভিযান পরিচালনা করে, তারই নাম অপারেশন সার্চলাইট

দমাতে পারেনি ২৫ মার্চের গণহত্যা, ছিনিয়ে এনেছি স্বাধীনতা মহান মুক্তিযুদ্ধের চেতনায় গড়ি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা।

সোমবার (২৫মার্চ ) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে ২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপংকর দাশ দিপুর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশন (ভূমি) মোঃ আজহার আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওয়াসিম উদ্দিন, অফিসার ইনচার্জ মোঃ শাহিন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ারা ,
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তানজিয়ারা খাতুন,
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন, তথ্য প্রযুক্তি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মন্ডল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার মোঃ ফারুক হোসেন, প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, সার্ভারের মোঃ মিরাজ হোসেন,ও সাংবাদিক বৃন্দ।

শেয়ার বাটন