Friday, May 3সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

কালীগঞ্জের পল্লীতে অস্ত্রের মুখে ডাকাতির ঘটনায় থানায় মামলা দায়ের

হাফিজুর রহমান, কালিগঞ্জ (সাতক্ষীরা) থেকেঃ
বাড়ির গেটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে গৃহকর্তা সহ পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটের ঘটনার দু,দিন পর রবিবার রাতে (২৪মার্চ) মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগী গৃহকর্তা সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের ইউসুফপুর গ্রামের আব্দুর রহিম গাজীর পুত্র শাহিনুর রহমান গাজী বাদী হয়ে অজ্ঞাত আসামী করে গত রবিবার রাতে কালিগঞ্জ থানায় মামলা দায়ের করে। মামলার বিবরণে জানা যায় প্রতিদিনের মতো গৃহকর্তা শাহিনুর রহমান গাজী তারাবি নামাজ শেষে খাওয়া-দাওয়া সেরে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়ে। রাত আনুমান আড়াইটার সময় ৪ জনের একদল মুখোশধারী ডাকাত দল তালা ভেঙে ঘরে প্রবেশ করে গৃহকর্তা সহ পরিবারের সদস্যদের বেঁধে ফেলে নগদ ২ লক্ষ টাকা ৪ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। ডাকাতটা চলে যাওয়ার সময় গৃহকর্তা শাহিনুরের ডাকচিৎকারে গ্রামবাসী এগিয়ে আসলে প্রতিরোধ গড়তে ডাকাত দলের সদস্যরা ককটেল এর বিস্ফোরণ ঘটিয়ে ৬ জন গ্রামবাসীকে আহত করে এরমধ্যে কাজল এবং সাইফুজ্জামানকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি কর। হয়।

শেয়ার বাটন