Saturday, May 11সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

কালিগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত

আরাফাত আলী, ‍নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার সকাল ৯ টা থেকে বঙ্গবন্ধু’র ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী অর্পণ শুরু হয়। বেলা সাড়ে ১১ টায় উপজেলায় বঙ্গবন্ধু`র ম্যুরালে পুষ্পমাল্য অর্পন করেন কালিগঞ্জ উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, কালিগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আফম রুহুল হক, সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সহ সভাপতি সাঈদ মেহেদী, উপজেলা নির্বার্হী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, কালিগঞ্জ সার্কেলের অতিঃ পুলিশ সুপার আমিনুর রহমান, থানা অফিসার ইনচার্জ হালিমুর রহমান বাবুসহ পুলিশ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হাকিমের নেতৃত্বে মুক্তিযোদ্ধাবৃন্দ।

এছাড়া বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল হামিদ, সহ-সভাপতি -হাফিজুর রহমান, শেখ সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ,যুগ্ন সম্পাদক মাছুদ পারভেজ ক্যাপটেন, সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী,অর্থ সম্পাদক আসাদুজ্জামান আহাদ, দপ্তর সম্পাদক শেখ মাহবুবুর রহমান সুমন, কার্যনির্বাহী সদস্য সহকারী অধ্যাপক নিয়াজ কওসার তুহিন,সনৎ কুমার গাইন, শফিকুল ইসলাম, মোখলেছুর রহমান মুকুল, সদস্য আফজাল হোসেন, জিএম মামুন, মনিরুল ইসলাম মনি ও শের আলী।
বেলা ১২ টায় উপজেলা প্রশানের আযোজনে বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে পুরুস্কার বিতরণ, যুব ঋন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শেয়ার বাটন