Sunday, May 5সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

আক্কেলপুরে হর্টিকালচার বিষয়ে প্রযুক্তি ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় জাকস ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় পরিচালিত আরএমটিপি প্রকল্পের “ইকোলজি বান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ” শীর্ষক উপ-প্রকল্পের আওতায় ২ দিন ব্যাপি হর্টিকালচার বিষয়ে প্রযুক্তি ও ব্যবস্থাপনা বিষয়ক উন্নততর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জুন) সকাল ১০ টায় জালালপুর কওমি মাদ্রাসা প্রাঙ্গনে দু’দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী হয়।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আক্কেলপুর উপজেলার কৃষি অফিসার মোঃ ইমরান হোসেন।

এ সময় আরো বক্তব্য রাখেন উক্ত প্রকল্পের ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মোঃ মেহেদুল হাসান, আক্কেলপুর শাখার শাখা ব্যবস্থাপক মোঃ মামুনুর রশীদ, সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মোঃ জাহিদ হোসেন, সফল খামারি শিপন চন্দ্র।

এ প্রশিক্ষণ কর্মশালায় কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে এবং প্রযুক্তি ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়।

শেয়ার বাটন