বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্পিকারের শ্রদ্ধা
হাসানুজ্জামান সুমন, বিশেষ প্রতিনিধি: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (৩১ জানুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর স্পিকার সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন।
পরে সংসদ সদস্য শামসুল হক টুকু ডেপুটি স্পিকার পুনঃনির্বাচিত হওয়ায়, সংসদ সদস্য মতিয়া চৌধুরী সংসদ উপনেতা, সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী জাতীয় সংসদের চিফ হুইপ ও সংসদ সদস্য ইকবালুর রহিম, সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এবং নজরুল ইসলাম বাবু জাতীয় সং...









