
সাতক্ষীরা পৌর মেয়র দুর্নীতির দায়ে বহিষ্কার
সাতক্ষীরা: তিন কোটি টাকা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতিকে সাময়িক বহিষ্কার করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। মঙ্গলবার (১৫ জুন) বিকেলে মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ ঘোষণা জানানো হয়।
চিটিতে উল্লেখ করা হয়েছে, মেয়রের বিরুদ্ধে বিদ্যমান বিধিবিধান যথাযথভাবে অনুসরণ না করে ২০১৬ সালের মার্চ থেকে ২০২১ সালের জুন পর্যন্ত সময়ের ৫৮ লাখ ১৯ হাজার ৭০১ টাকা পানির বিল মওকুফসহ বিল যথাযথভাবে আদায় না করে অধিকাংশ ক্ষেত্রে মেয়র কর্তৃক এককভাবে মওকুফ করার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। ছয় বছরে সাতক্ষীরা পৌরসভার হাটবাজার ইজারা বাবদ ৬৬ লাখ ৩৯ হাজার ৫৫১ টাকা টাকা বকেয়া রয়েছে।
এ ছাড়া ভ্যাট, আয়কর বাবদ ৩৬ লাখ ৭০ হাজার ৯৭০ টাকা, আদায় ও সরকারি খাতে জমা করা হয়নি। যেহেতু বিদ্যমান বিধিবিধান যথাযথভাবে অনুসরণ না করে মার্চ ২০১৬ থেকে তদন্তকালী...