ডিএমপিতে ২৫ শ নারী পুলিশ কাজ করছে: ডিএমপি কমিশনার
হাসানুজ্জামান সুমন, বিশেষ প্রতিনিধি: আজ সোমবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত ‘ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এসব কথা বলেন।ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) ২ হাজার ৫০০ নারী পুলিশ সদস্য আছেন। বেশির ভাগই কাজ করছেন ভিকটিম সাপোর্ট ও উইমেন সাপোর্ট সেন্টারে। আইনি সহায়তার পাশাপাশি ভুক্তভোগী নারীদের মানসিক সহায়তাও দিচ্ছেন এসব নারী পুলিশ সদস্য।তিনি আরও বলেন, ‘ভিকটিম সাপোর্ট সেন্টার ও উইমেন সাপোর্ট সেন্টারে শুধু নারী কর্মকর্তারা কাজ করছেন। নির্যাতিত নারীদের মানসিক ও আইনগত সেবাসহ বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন নারী পুলিশ সদস্যরা। বাংলাদেশ পুলিশের নারীরা মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখছে। নারীরা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে এগিয়ে যাচ্ছে...








