
ফেব্রুয়ারিতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেছে ২১৬ জনের
সীমান্ত ডেস্ক: গত ফেব্রুয়ারি মাসে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় গড়ে মারা গেছেন ৩৮ জন। একই মাসে ৫ হাজার ৩৫৪টি দুর্ঘটনায় আহত হয়েছেন ৪ হাজার ৩৩৩ জন এবং মারা গেছেন ১০৭৮ জন। এর মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলে এতে আহত হয়েছেন ১৭৫২ এবং নিহত হয়েছেন ২১৬ জন।
দেশের ৩১টি জাতীয় দৈনিক, সংবাদ সংস্থা ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত তথ্যের পাশাপাশি ‘সেভ দ্য রোড’-এর স্বেচ্ছাসেবীদের তথ্যানুসারে এ তথ্য প্রকাশ করা হয়। মঙ্গলবার (১ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ‘সেভ দ্য রোড’।
এতে বলা হয়, প্রতি বছর দুই ঈদ ও বছরের শুরু এবং শেষে ‘সেভ দ্য রোড’ সড়ক দুর্ঘটনার যে তথ্য গত ১৪ বছর ধরে দিয়ে আসছিল তার চেয়ে একটু এগিয়ে ২০২২ সালে এসে প্রতি মাসের সড়ক দুর্ঘটনার তথ্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারই ধারাবাহিকতায় এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। এই কাজে ‘সেভ দ্য রোড-এর চেয়ারম্য...