
কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য হলেন শেখ ফাহিম
তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী সংগঠন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সোনার বাংলা বিনির্মাণের কর্মী গড়ার পাঠশালা বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ছাত্রলীগ নেতা শেখ ফাহিম আহমদে।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ইতোপূর্বে শেখ ফাহিম কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতির দায়িত্বসহ কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও জেলা ছাত্রলীগের সকল কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করে নেতৃত্বের পরিচয় দিয়েছেন।
ছাত্রলীগের নব-নির্বাচিত সদস্য শেখ ফাহিম অনুভূতি প্রকাশ করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া এ সংগঠনের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য হতে পেরে আমি সত্যিই গর্বিত। সারাজীবন ছাত্রলীগ পরিচয় দিয়েই চলতে চাই এবং জন...