Thursday, May 2সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে ১মাদক কারবারিকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান

হাফিজুর রহমান, নিজস্ব প্রতিনিধি:অশোক দাস (৫৫) নামে ১ মাদক কারবারিকে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান এবং ৫ শত টাকা জরিমানা করা হয়েছে। সাজা প্রাপ্ত মাদক কারবারি অশোক দাস সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের নারায়নপুর গ্রামের মৃত বিরু দাসের পুত্র।

গোপন সংবাদের ভিত্তিতে ক্রেতা সেজে এক অভিনব কায়দায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান বাপ্পি এবং থানার উপসহকারী পরিদর্শক জিল্লুর রহমানের নেতৃত্বে শনিবার (১২ নভেম্বর) বেলা ১ টার সময় নারায়ণপুর গ্রামে দাসপাড়ায় অভিযান পরিচালনা করে বিক্রি করার সময় ২০ গ্রাম গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। ওই সময় অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামানের আদালতে দোষ স্বীকার করায় ২০১৮ সালের মাদক আইনের ৯(১) গ এবং ৩৬(১) ২১ ধারায় তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও ৫শত টাকা জরিমানা করা হয়।

সেই দীর্ঘদিন নিজের বাড়ি থেকে গাজা সহ বিভিন্ন মাদকদ্রব্য স্কুল, কলেজ এর ছাত্র সহ এলাকার উঠতি বয়সের যুবকদের নিকট মাদক বিক্রি করে যুব সমাজকে ধ্বংস করে আসছিল।

শেয়ার বাটন