
দেশের বৃহত্তম ইফতার মাহফিল সাতক্ষীরার নলতায়
সোহারাফ হোসেন সৌরাভ, সাতক্ষীরা প্রতিনিধি: পবিত্র কাবা শরীফের পর দেশের বৃহত্তম ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় খান বাহাদুর আহছান উল্লাহ এর রওজা শরীফ চত্বরে ।নলতা কেন্দ্রীয় আহসানিয়ার ব্যবস্থাপনায় প্রতিদিন একসাথে ইফতার করান প্রায় ৬ হাজার মানুষের।ফকির, মিসকিন সকল পেশার মানুষ ধনী গরীব ভেদাভেদ ভুলে সকলেই একসাথে এখানে ইফতারি করেন। রোজাদারদের জন্য এখানে প্রতিদিন ৬০০ কেজি দুধ দিয়ে তৈরি করা হয় ফিরনি। সিদ্ধ করা হয় ৬ হাজার ২শত ডিম। এ ছাড়া ছোলা ভুনা, কলা, খেজুর, সিঙাড়া ও চিড়ার ব্যবস্থা থাকে। এখানে এলাকার ছোট বড় সব মিলিয়ে ২০০ জন যুবক প্রতিদিন স্বেচ্ছাশ্রমে এসব কাজ করে যাচ্ছে। প্রতিটি প্লেটে সাজানো হয় কলা, খেজুর, ফিরনি, ছোলা, চিড়াসহ নানা খাবার।নলতায় খান বাহাদুর আহছান উল্লাহ রওজা শরীফ চত্বরে ইফতার করতে আশা মুসল্লিরা বলেন আমরা দূর দুরান্ত থেকে এখানে ইফতার করতে এসেছি কারণ সবচাইত...