
শরিফুল হত্যা: কাপাসিয়ায় খুনিদের ফাঁসির দাবিতে প্রতীকি অনশন
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কামড়া গ্রামের চাঞ্চল্যকর শরিফুল ইসলাম হত্যার ঘটনায় খুনিদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে পরিবারের প্রতীকি অনশন হয়েছে।
গতকাল বুধবার সকালে উপজেলার প্রধান গেইটের সামনে ঘণ্টাব্যপী এ অনশন কর্মসূচি পালন করে নিহতের পরিবার ও স্বজনেরা।
জানা যায়, উপজেলার কামড়া নিজ বাড়ির পার্শ্ববর্তী কালীগঞ্জ থানাধীন পোটান এলাকায় আজিজুল এর মুরগির ফার্মের দক্ষিণ পাশে বিবাদী ইসমাইল (২৮) ও ফাইজুল্লা (৩২) গ্যাংয়ের হাতে এলোপাতাড়ি মারধরের আঘাতে শরিফুল ইসলাম (৩৫) খুন হন। হত্যাকাণ্ডের ৪ মাসেও ধরাছোঁয়ার বাইরে খুনিরা। মুল ঘাতক গ্যাং লিডার ফয়জুল্লাহ, ইসমাইল, বাচ্চু মিয়া, মনসুর আলী, ছুরত আলী, সোহরাব, আঃরহিম, আলমগীর, হামজা, সাইফুল্লাহ সহ অজ্ঞাত আরও ৩/৪ জন জড়িত সব খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে অনশন শেষে বিক্ষোভ মিছিল করেছে।
পরিবারের প্রতীকি অনশ...