![দেবহাটার কুলিয়ায় সাইনবোর্ড টাঙিয়ে ৮ লাখ টাকা নিয়ে উধাও](https://shimantobarta.com/wp-content/uploads/2023/11/405240526_1070155277731545_7025753933506240132_n.jpg?v=1700918675)
দেবহাটার কুলিয়ায় সাইনবোর্ড টাঙিয়ে ৮ লাখ টাকা নিয়ে উধাও
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাইনবোর্ড টানিয়ে লোন দেয়ার কথা বলে তিন দিনের মধ্যে প্রায় ৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছে ‘জনকল্যাণ সংস্থা’। সাত-আট জনের একটি চক্র দেবহাটার উপজেলায় কুলিয়া ইউনিয়নের শশাডাঙ্গা বাজারে সাইনবোর্ড ঝুলিয়ে শতাধিক মানুষের এ পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। লাখ টাকার লোনে সঞ্চয় ১০ হাজার, দুই লাখে ২০ হাজার এমন প্রলোভন দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে এ চক্রটি লাপাত্তা হয়ে গেছে। একটি সাইনবোর্ড, বাকিতে কেনা ২টি টেবিল, একটি আলমারি, কয়েকটি রেজিস্টার্ড নিয়ে চক্রটি এমন প্রতারণা করেছে। শশাডাঙ্গা বাজারে নজরুল ইসলামের একটি ঘর মাসিক ৩ হাজার টাকার ভাড়া চুক্তিতে এমন অপকর্ম করেছে। সোমবার থেকে বুধবার এ তিন দিনে এ পরিমাণ অর্থ হাতিয়ে নেয় এ চক্রটি। রবিবার রাতে ‘জনকল্যাণ সংস্থা’ নামে একটি সাইনবোর্ড টানিয়ে দেয়। যেখানে লেখা রয়েছে, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত গভঃ রেজিঃ নং ঢ-০৫৭০/১৯৯০ ইং...