
নলতায় রাতের আঁধারে একাধিক আম ও মেহগনি গাছ কেটেছে দুর্বৃত্তরা
বিশেষ প্রতিনিধিঃ গত বৃহস্পতিবার (২ নভেম্বর) গভীর রাতে কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের পশ্চিম পাইকাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। বাগানের গাছ কাটার ঘটনায় কালিগঞ্জ থানায় মৌখিক অভিযোগ দিয়েছেন বাগান মালিক নলতা আহছানিয়া দারুল উলূম ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা গোলাম রব্বানী।
অভিযোগ থেকে জানা গেছে, ১৫ শতাংশ জমিতে প্রায় চার বছর আগে আম ও মেহগনির চারা রোপণ করেন গোলাম রব্বানী।
শুক্রবার (৩ নভেম্বর) সকালে গোলাম রব্বানী বাগান পরিচর্যার কাজ করার জন্য গেলে বাগানের অনেক গাছ মাটিতে পড়ে থাকতে দেখেন। গাছগুলোর মাটি থেকে দুই ফুট উপর থেকে কেটে ফেলে রাখা হয়েছে। তিনি সাথে সাথে ইউনিয়ন চোকিদার ইয়াবুব কে খবর দেন।
গোলাম রব্বানী বলেন, ‘প্রায় ১৫ শতাংশ জমিতে লাগানো বিশ থেকে ত্রিশ টি গাছ। সেখান থেকে ৬টি আম গাছ সম্পূর্ণভাবে ও ২টি আম গাছ অর্ধেক করে, ২টি মেহগনি গাছ করাত দিয়ে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। কে বা কারা কেটেছে জান...