
ধানমন্ডি থেকে দুই ছিনতাইকারীসহ প্রাইভেটকার জব্দ
হাসানুজ্জামান সুমন, বিশেষ প্রতিনিধি: গত দিবাগত রাতে ধানমন্ডি মডেল থানাধীন আবাহনী মাঠের পিছনে রোড নং ১৩/এ ওয়াসার অফিসের সামনে বাদী জনাব আশিকুজ্জামান(২৩) ও বাদীর বড় ভাইসহ হাজারীবাগ থানাধীন বাসায় রিক্সাযোগে যাওয়ার সময় রাত্রী অনুমান ০১.৩০ ঘটিকার সময় উক্ত ঘটনাস্থলে পৌছিলে ছিনতাইকারীরা প্রাইভেট কার দ্বারা রিক্সার গতিরোধ করে। পরবর্তীতে ছিনতাইকারীরা বাদী ও তার বড় ভাই কে চাপাতি দ্বারা ভয়ভীতি দেখাইয়া বলে যে,তোদের কাছে যা আছে দিয়ে দে বলে বাদীকে আঘাত করে বাদী ও বাদীর ভাইয়ের কাছ থেকে দুইটি স্যামসাং মোবাইল, নগদ ২২০০/- টাকা জোরপূর্বক ছিনতাই করে নিয়ে নেয়। বাদীর চিৎকারে ধানমন্ডি থানার টহলরত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি অবগত হয়। উক্ত বিষয়টি অফিসার ইনচার্জকে অবগত করলে অফিসার ইনচার্জ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অফিসার ইনচার্জ এর নেতৃত্বে থানার সকল টহল পার্টি কে সতর্ক করিয়া এবং বিষয়টি ডিএমপি কন্ট্রোল রু...