
করোনার লোকসান ঈদে পোষানোর টার্গেট
নিজস্ব প্রতিবেদক: প্রতিবছর ঈদ এলে রাজধানীর মার্কেটগুলো জমে ওঠে। গত দুই বছর করোনা মহামারির প্রভাব পড়ে পুরো বিশ্বে। এখন অনেকটা কেটে উঠেছে অতিমারি করোনা। ব্যবসায়ীরা সারা বছর ঈদের অপেক্ষায় থাকেন। তবে দুই বছরের লোকসান পোষানোর টার্গেট থাকলেও আশানুরূপ ক্রেতা পাচ্ছেন না পোশাক ব্যবসায়ীরা। ইতোমধ্যে হরেক রকমের পোশাকের সংগ্রহ বাড়িয়েছেন তারা।
তবে আশা করা হচ্ছে, শিগগিরই জমে উঠবে ঈদবাজার। ইতোমধ্যে সরকারি চাকরিজীবী, ব্যাংক কর্মকর্তা এবং কর্পোরেট প্রতিষ্ঠানে কর্মরতদের বেতন হয়ে গেছে। তারা ধীরে ধীরে বাজারমুখী হচ্ছেন। সব সীমাবদ্ধতার মাঝেও বাজার জমবে এমনটাই প্রত্যাশা বিক্রেতাদের। ক্রেতা কম থাকার পরও সম্ভাবনা দেখছেন নিউমার্কেট ব্যবসায়ী নেতারা।
তারা জানান, ঈদুল ফিতরে এবার খুচরা বাজারে ১০-১২ হাজার কোটি টাকার বেচাকেনা হবে। দেশি-বিদেশি পোশাকের জন্য সুপরিচিত রাজধানীর নিউমার্কেট, চন্দ্রিমা, গাউছিয়া, আজিজ সুপার...