Saturday, May 4সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

নদী ভাঙ্গন আতঙ্কে জাঁতেরপাড়া গ্রামের শতাধিক পরিবার

মোঃ জুলহাজুল কবীর, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৭নং দাউদপুর ইউনিয়নের সিরাজ জাঁতেরপাড়া গ্রাম ঘেঁষে বয়ে যাওয়া করতোয়া নদীর ভয়াবহ ভাঙ্গনে আতঙ্কে রয়েছে প্রায় শতাধিক কাঁচা পাকা বাড়ীঘরে বসবাসরত পরিবার।
গত কয়েকদিন আগে চেয়ারম্যান মোঃ আহসান হাবিব এবারের ভয়াবহ বন্যা দূর্গত এলাকা পরিদর্শন করেছেন। ইউনিয়নের সিরাজ জাঁতেরপাড়া, সিরাজ ফকিরপাড়া,সিরাজ বালুয়াপাড়া নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন।

ভাঙনের ফলে নদীর পাশে বসতি মানুষরা আতঙ্কের মধ্যে আছেন। হুমকির মুখে রয়েছে ওই গ্রামের বসতভিটা। ভাঙন অব্যাহত থাকলে রাস্তা নদীগর্ভে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাস্তা নদীগর্ভে চলে গেলে ওই এলাকার শিক্ষা কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলবে। ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া না হলে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিতে পারে। বলে জানিয়েছেন দিনাজপুর জেলা মৎসজীবিলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোর্শেদুল আলম শাহীন । তিনি জানান, নদী যেভাবে ভাঙতে শুরু করেছে, আমার নিজের বাড়ীসহ শতাধিক বসতবাড়ী নদীতে ভেঙে পড়ার অপেক্ষায় আছে। পরিবার নিয়ে আতঙ্কে আছি কখন ভেঙে পড়ে।
সিরাজ জাঁতেরপাড়া গ্রামের আতঙ্কিত গ্রামবাসী জানায়, প্রতিবছর বন্যায় আমাদের ফসল, গাছপালা,বাড়ীঘর নদীতে ভেঙে পড়ে। আমরা এই আতঙ্কের মাঝে আর কতকাল বসবাস করব? এই আতঙ্কিত জীবন থেকে কবে আমরা চিরমুক্তি পাব?

শেয়ার বাটন