Monday, April 29সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

বিএম আলাউদ্দীন, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: নিরাপদ মাছে ভরবো দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন উপলক্ষে র‍্যালী, মাছ অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পথমে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলা চত্বর থেকে বিভিন্ন সড়ক প্ররুদক্ষিণ শেষে উপজেলা পরিষদের পুকুরে ২৫ কেজি রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রনি আলম নুর এর সভাপতিত্বে আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার আ ফ ম রুহুল হক এমপি। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি ও মৎস্য সম্পদকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের অর্থনৈতিক অবকাঠামোকে মজবুত করে সোনার বাংলাদেশ গড়ার পরিকল্পনা করেন। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মৎস্যখাতকে প্রাধান্য দিয়ে মৎস্য চাষী ও জেলেদেরকে আর্থিক প্রণোদনা সহ নানাবিধ সুযোগ-সুবিধা প্রদান করে আসছে। এতে মৎস্যখাতকে দেশের অন্যতম রপ্তানি খাতে পরিণত করতে সক্ষম হয়েছেন। এর ফলে বাংলাদেশ আজ ইলিশ উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী, মুসলিমা খাতুন মিলি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল হাসান, মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, পিআই ও মোঃ সোহাগ খান, আনসার ভিডিপি কর্মকর্তা হোসনেয়ারা হোসেন, এসআই জাহাঙ্গীর হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ফিশারিজ অফিসার রত্না রানী সাহা। আলোচনা সভা শেষে উপজেলার শ্রেষ্ঠ তিন জন মৎস্য চাষীকে ক্রেস্ট প্রদান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের জেলে ও মৎস্য চাষিরা অংশগ্রহণ করেন।

শেয়ার বাটন