রমনা থানা এলাকা থেকে ৪হাজার ইয়াবাসহ গ্রেফতার-২
হাসানুজ্জামান সুমন, বিশেষ প্রতিনিধি: রাজধানীর রমনা মডেল থানা এলাকা থেকে ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মতিঝিল বিভাগ।গ্রেফতারকৃতরা হলো- টিটু ধর ও মোঃ জাহিদ। এসময় তাদের হেফাজত থেকে ৪ হাজার ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত ০১টি মোটর সাইকেল (যার রেজিঃ চট্ট মেট্টো-ল- ১৬-১২৩৩) উদ্ধারমূলে জব্দ করা হয়।অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা মতিঝিল বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের টিম লিডার সহকারী পুলিশ কমিশনার এস.এম হাসান সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে রমনা মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে উদ্ধারকৃত ইয়াবাসহ টিটু ধর ও জাহিদকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ইয়াবা পরিবহনে ব্যবহৃত ০১টি মোটর সাইকেল উদ্ধারমূলে জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিরা ...









