
কামরাঙ্গীরচর থানা পুলিশ কর্তৃক ইয়াবাসহ এক নারী মাদক কারবারি গ্রেফতার
হাসানুজ্জামান সুমন, বিশেষ প্রতিনিধি: রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশের একটি দল।গ্রেপ্তারকৃতের নাম-সালমা আক্তার। গ্রেপ্তারের পর তার কাছ থেকে ১০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান জানান, পশ্চিম রসুলপুর কোম্পানীঘাট ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।ওসি আরো জানান, সালমা একজন পেশাদার মাদক ব্যবসায়ী। ঘটনার দিন তিনি ইয়াবা বিক্রির জন্য উক্ত স্থানে অবস্থান করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় হাতেনাতে তাকে গ্রেপ্তার করা হয়।এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় মামলা রুজু হয়েছে।
...