
দেবহাটায় রাস্তার ধারে গাছ কেটে আত্মসাতের অভিযোগ
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটা উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কামটা গ্রামের জনবহুল একটি রাস্তার ধারে প্রায় ৫০ হাজার টাকার মেহগনি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে।কামটা গ্রামের মরহুম আব্দুল বারী সরদারের ছেলে আনিসুর রহমান ও আতাউর রহমান (আতা) কয়েকমাস আগে কয়েকটি গাছ কেটে আত্মসাৎ করে আবারো প্রায় ৫০ হাজার টাকার মেহগনি গাছ কাটার পাইতারা চালাচ্ছে এক পর্যায়ে এলাকাবাসী সংবাদ কর্মীদের শরণাপন্ন হলে তারা সেখানে গিয়ে বাধা সৃষ্টি করে। আতাউর রহমান আতার কাছে জানতে চাইলে তিনি বলেন, বোনাই অসুস্থ এই অসুস্থতার কারণে গাছটি কাঁটতে হচ্ছে। কিন্তু এর আগেও তিনি একই রাস্তা পুকুরপাড় হইতে তিনটি গাছ কেটেছে আবারো একই কথা বলে এই বিপুল টাকার গাছ কাটার পায়তারা চালাচ্ছে। তিনি আরো বলেন, কিছু সাংবাদিক এসেছে তাদেরকে দিয়েছি ১৫০০ টাকা। এখন আমার গাছের টাকা তো সবই বিভিন্ন লোকের দিতে হচ্ছে একপর্যায়ে উপায় না পেয়ে আমি স...