সংঘর্ষের মধ্য দিয়ে শেষ হলো ৬ ঘণ্টার হরতাল
নিজস্ব প্রতিবেদক: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডাকা আধা বেলার হরতালে রাজধানীর পল্টন এলাকায় পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষের মধ্য দিয়ে শেষ হলো। এ সময় হরতাল সমর্থকদের ছোড়া ইট-পাটকেলে কয়েকজন পুলিশ ও গণমাধ্যমকর্মী আহত হয়েছেন।
সোমবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষকালে হরতাল সমর্থকের ওপর লাঠিচার্জ ও জলকামান থেকে পানি ছুঁড়ে পুলিশ।
সংঘর্ষের কারণে ওই এলাকায় কিছু সময়ের জন্য থমথমে অবস্থা বিরাজ করলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আমাদের শান্তিপূর্ণ হরতালে বিনা উসকানিতে পুলিশ নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করেছে। জলকামান ও টিয়ার শেল ব্যবহার করেছে। এতে আমাদের বেশকিছু নেতাকর্মী আহত হয়েছেন। পুলিশের হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৪টায় বিক্ষোভ কর্মসূচি ডাকার কথা জানান তিনি।
...









