
‘মাথাপিছু আয় বাড়লে মানুষ খাওয়ার জন্য হাহাকার করছে কেন’
নিজস্ব প্রতিবেদক: স্থায়ী রেশনিং ব্যবস্থা, ন্যায্যমূল্যের দোকান চালু, ঈদের পূর্বে শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন বোনাস পরিশোধ, গণতন্ত্র ও ভোটাধিকার প্রয়োগ, টিসিবির গাড়ির সংখ্যা বাড়ানোসহ নানাবিধ দাবিতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) ১৫ থেকে ১৭ এপ্রিল এই তিন দিন দেশব্যাপী গণ অবস্থান কর্মসূচির আয়োজন করেছে।
শনিবার (১৬ এপ্রিল) সকাল সোয়া এগারোটায় রাজধানীর পল্টন মোড়ে, সিপিবি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাজধানীতে সিপিবির এই কর্মসূচি শুরু হয়।
সিপিবির সাবেক সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম বলেন, গত এক মাস ধরে আমাদের আন্দোলন চলছে। আমরা সবার ভাত ও ভোটাধিকার চাই। সবকিছুর দাম বাড়তি। এসব পণ্যের দাম নিয়ন্ত্রণ করুন অথবা শ্রমিকসহ সাধারণ মানুষের বেতন বাড়ান।
তিনি বলেন, বর্তমানে সারা দেশের মানুষ ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। মানুষের জীবনের সংকট ক্রমাগত বাড়ছে। সরকার বলে, মাথাপিছু আয় বেড়েছে।...