
কালীগঞ্জে মামলাবাজ আলাউদ্দিনের খপ্পরে ১ টি পরিবার সর্বশান্ত
হাফিজুর রহমান, কালীগঞ্জ থেকে: মামলা বাজ আলাউদ্দিনের খবর পড়ে সংযোগ আলী নামে ১টি পরিবারকে সর্বস্বান্ত করে ফেলেছে। নিকট আত্মীয় এক সচিবের নাম ভাঙিয়ে একের পর এক মিথ্যা মামলা দিয়ে অন্যের বসত ভিটা জবর দখলের পাইতারার ঘটনা তদন্তে সত্যতা মিলেছে।
ঘটনাটি ঘটেছে গত শনিবার( ১১ মার্চ) সকাল সাড়ে ৮টার সময় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের বাগ নলতা গ্রামে। ঘটনার প্রেক্ষিতে শনিবার বেলা ২টার সময় সরে জমিনে ঘটনাস্থলে গেলে বাগ নলতা গ্রামের সাঈদ, শাহীন, জাফরুল্লাহ, করিম কারিকর মোমিন সহ একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানান বাগ নলতা গ্রামের মৃত মমিন কারিকরের পুত্র সংযোগ আলী গং এবং আনসার আলীর পুত্র আলাউদ্দিন গংরা সম্পর্কে আপন চাচা ভাইপো।
নলতা মৌজার আর, এস ১৬৮ খতিয়ানের ১২৩৯ দাগ হতে বিভিন্ন দাগে ২ একর ৬৪ শতক জমি সমান দু'ভাগ করে ২টি পরিবার ভোগ দখল বসবাস করে আসছে। উক্ত জমির মধ্য হতে একই খতিয়ানের ২৯০৬...