হাজারীবাগের ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার-৫
হাসানুজ্জামান সুমন, বিশেষ প্রতিনিধি: আজ ২২ শে জুলাই ২০২৩ দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান,মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম-বার, পিপিএম-বার,অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি), ডিএমপি।তিনি আরও বলেন,গত ২৮ জুন ২০২৩ তারিখে এখলাছ নামক হাজারীবাগ/কামরাঙ্গীরচরের এক ভূমি ব্যবসায়ী রাত অনুমান সাড়ে দশটায় বাসা থেকে বের হয়ে পরবর্তীতে আর ফিরে নি। আত্মীয়-স্বজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় একটি জিডি করে। ঈদের পরের দিন সকালে হাজারীবাগ ফায়ার সার্ভিস স্টেশনের পশ্চিম পাশে কাঁটাতারের বেড়া ঘেষা প্রান্তে সাদা রঙের প্লাস্টিকের বস্তায় এক ব্যক্তি লাশ উদ্ধার করে কামরাঙ্গীরচর থানা পুলিশ। এখলাছের আত্মীয়-স্বজন সেখানে গিয়ে লাশ শনাক্ত করেন। একই দিনে হত্যা এবং লাশ গুমের ধারায় একটি নিয়মিত মামলা রজ্জু হয় কামরাঙ্গীরচর থানায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভি...









