কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সাথে নেপালের কৃষি ও প্রাকৃতিক সম্পদ কমিটির মতবিনিময়
হাসানুজ্জামান সুমন, বিশেষ প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদের ‘কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র সাথে বাংলাদেশ সফররত ফেডারেল পার্লামেন্ট অব নেপাল এর কৃষি, সমবায় ও প্রাকৃতিক সম্পদ কমিটির দ্বিপাক্ষিক আলোচনা ও মতবিনিময় সভা হয়েছে।
আজ মঙ্গলবার কমিটির সভাপতি এ্যাডভোকেট মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য মোঃ মোসলেম উদ্দিন, মোঃ মামুনুর রশীদ কিরন এবং উম্মে কুলসুম স্মৃতি বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে ফেডারেল পার্লামেন্ট অব নেপাল এর কৃষি, সমবায় ও প্রাকৃতিক সম্পদ কমিটির সদস্য Dr.Arzu Rana, Anisha Nepali, Ambar Bahadur Nepali, Binita Kathayat, Surya Kumari Shrestha, Rupa Chaudhary, Prakash Pantha, Sharada Devi Bhatta, Sighabahadur Bishwakarma, Bhoj Raj Sapkota (Joint Secretary), Mr Shivdutta Baral (Under-Secretary) এবং Mr. Mahendra Khanal (Representative) অংশগ্রহণ...








