
মাদককে পরিহার করে খেলাধুলার উপর গুরুত্ব দিতে হবে: রবি এমপি
আবু তালেব, সাতক্ষীরা: সাতক্ষীরার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাতক্ষীরা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২১ অনুষ্ঠিত হয়েছে। মুজিব বর্ষের আয়োজন সুস্থ দেহ, সুন্দর মন এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে গতকাল বেলা ১২টায় সরকারি কলেজ মাঠে বিভিন্ন ইভেন্টে বর্ণাঢ্য আয়োজনে উৎসাহ উদ্দীপনার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ আমানউলাহ আল-হাদী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি কলেজ। এ কলেজের অনেক সুনাম রয়েছে। কলেজ থেকে শিক্ষা নিয়ে বহু শিক্ষার্থী সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব পালন করছেন। কলেজের শিক্ষার্থীরা লেখাপ...