
এমআরটি পুলিশের কার্যক্রম পরিদর্শন করলেন ডিএমপি কমিশনার
হাসানুজ্জামান সুমন, বিশেষ প্রতিনিধি: এমআরটি (মাস র্যাপিড ট্রানজিট) পুলিশের কার্যক্রম পরিদর্শন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার।গতকাল শনিবার সকালে ডিএমপি কমিশনার আগরগাঁও মেট্রো রেল স্টেশন থেকে উত্তরা উত্তর স্টেশনে আসেন এবং এমআরটি পুলিশের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান বিপিএম (বার); এমআরটি পুলিশের ডিআইজি জিহাদুল কবির বিপিএম, পিপিএম-সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।এমআরটি (মাস র্যাপিড ট্রানজিট) পুলিশের কার্যক্রম পরিদর্শন শেষে উত্তরা উত্তর স্টেশনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ডিএমপি কমিশনার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও তাঁর সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ হলো মেট্রোরেল। এটি ঢাকা তথা সারা দেশের মানুষের কাছে নন্দিত হয়েছে। যাতায়াত এবং অর্থনৈতিক উন...