
সরকারি কেবিএ কলেজে রোভার গ্রুপের বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন
বিশেষ প্রতিনিধি:“সবাই মিলে করি পণবন্ধ হবে প্লাস্টিক দূষণ”সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজ রোভার স্কাউট দল বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার হাতে নিয়ে কলেজ ক্যাম্পাস সহ প্রধান সড়ক প্রদক্ষিণ করে রোভাররা এ সময় সামনে থেকে নেতৃত্ব দেন ক ইউনিটের রোভার নেতা মোঃ আবু তালেব ও খ ইউনিটের রোভার নেতা মোঃ মনিরুজ্জামান মহসিন।প্লাস্টিক দূষণ সমাধানে, সামিল হই সকলে।এই প্রতিপাদ্য বিষয়টি বাস্তবে রুপ দেওয়ার লক্ষে রোভাররা কলেজ ক্যাম্পাসে প্লাস্টিক সামগ্রী সহ অন্যান্য অপদ্রব্য জড়ো করে পুড়িয়ে দেয় এবং কলেজ ক্যাম্পাসকে প্লাস্টিক মুক্ত ঘোষণা করে।
...