
সাতক্ষীরায় অপহরনের একমাস পর ঢাকা থেকে কিশোরী উদ্ধার
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় অপহরণের একমাস পর দশম শ্রেণির ছাত্রী মোছা: সুমাইয়া খাতুন(১৭) নামের এক কিশোরীকে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার (২ জুন) রাত ৮টায় যাত্রাবাড়ি থানার কাজীরগাও এলাকার একটি পরিত্যক্ত ভবন থেকে তাকে উদ্ধার করা হয়।এসময় অপহরনকারী মুন্নাকে(২৪) গ্রেপ্তার করা হয়েছে। সে যাত্রাবাড়ীর জাহাঙ্গীর আলমের ছেলে।আজ শনিবার(৩ জুন) সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার মো: আমিনুর রহমান।অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত ২৯ এপ্রিল শনিবার সকাল সাড়ে ৮টায় সাতক্ষীরার সংগ্রাম হাসপাতালের সামনে থেকে কোচিং শেষে বাড়ি যাবার পথে সুমাইয়াকে চেতনানাশক প্রয়োগ করে অপহরন করে মুন্না। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা নূর উদ্দিন মুহাম্মদ বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তন্ময় মোহন্তের নেতৃত্বে...