
১৬ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে-ডিবি মিরপুর
হাসানুজ্জামান সুমন, বিশেষ প্রতিনিধি: রাজধানীর গেন্ডারিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি)‘র গোয়েন্দা-মিরপুর বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ আব্দুল লতিফ ও মোঃ আব্দুর রহমান।গতকাল মঙ্গলবার (১৫ নভেম্বর ২০২২ খ্রি.) সন্ধ্যা ৬:১৫ ঘটিকায় নারিন্দা রোড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে ডিবি মিরপুরের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।অভিযানে নেতৃত্ব দেয়া সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ আশরাফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কয়েকজন মাদক কারবারি গেন্ডারিয়া থানার নারিন্দা রোড কাজী কমিউনিটি সেন্টারের সামনে গাঁজা বিক্রি জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে লতিফ ও আব্দুরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ১৬ কেজি গাঁজা...