
মাছ শিকারে ২ মাসের নিষেধাজ্ঞা শুরু
পটুয়াখালী প্রতিনিধি: সারাদেশে ইলিশের ছয়টি অভয়াশ্রমে মাছ শিকারে আজ (০১ মার্চ) থেকে দুই মাসের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এ সময় মাছ শিকার বন্ধ রাখতে পারলে দেশে ইলিশের পাশাপাশি অন্যান্য মাছের উৎপাদন বাড়বে বলে জানিয়েছে মৎস্য বিভাগ।
জানা গেছে, সরকারের নানামুখী পদক্ষেপের কারণে প্রতি বছর বাড়ছে ইলিশের উৎপাদন। ইলিশের প্রজনন মৌসুমকে নিরাপদ করার পাশপাশি পোনা ইলিশ যাতে নির্বিঘ্নে বড় হতে পারে সেজন্য ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস পটুয়াখালীর চর রুস্তম থেকে ভোলার চর ভেদুরিয়া পর্যন্ত তেতুলিয়ার প্রায় ১০০ কিলোমিটার এলাকাকে অভয়াশ্রম ঘোষণা করা হয়। এ সময় সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার।
গলাচিপা উপজেলার জেলে মোশাররফ বলেন, এমনি গাঙ্গে কোনো মাছ নেই, এর মধ্যে অবরোধ দেছে সরকার।
দশমিনার জেলে রাসেল বলেন, সরকার যেহেতু অবরোধ দেছে মানতে হইবে। এই কয়দিন কোনো মাছ পাই নাই। এতে অনেক দেনা হইয়া গেছ...