Monday, April 29সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের সঙ্গে ডাম স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ সচিবালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিবের কক্ষে ২১ জুন ২০২২ সোমবার দুপুরে স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিব ড. মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক জনাব ইকবাল মাসুদের নেতৃত্বে সংস্থার একটি প্রতিনিধি দল।

এসময়ে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের যুগ্ম পরিচালক কে. এস. এম. তারিক এবং তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার রিনি।

সাক্ষাতকালে ঢাকা আহ্ছানিয়া মিশনের আহ্ছানিয়া মিশন মেডিকেল কলেজ, ক্যান্সার হাসপাতাল, তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম ও শক্তিশালী তামাক নিয়ন্ত্রণের আইনের প্রয়োজনিয়তা, এইচআইভি নিয়ন্ত্রণ কার্যক্রম, মাদক প্রতিরোধ কার্যক্রমসহ মিশনের বিভিন্ন সেবামূলক কার্যক্রমে সম্পর্কে বিষয়ে অবহিত করেন। পাশপাশি উন্নয়ন কার্যক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতার জন্য সচিব মহোদয়কে ধন্যবাদ জানান।

এসময় ইকবাল মাসুদ তার লেখা তিনটি গ্রন্থ এবং মিশনের বিভিন্ন উপকরণ সচিব মহোদয়কে প্রদান করেন।

শেয়ার বাটন