Friday, April 26সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

সাত বছর ধরে হিজড়া ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামী শেষ রক্ষা হলো না

হাসানুজ্জামান সুমন, বিশেষ প্রতিনিধি: ৭ বছর ধরে হিজড়া ছদ্মবেশে থেকেও শেষ রক্ষা হয়নি মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি বিল্লাল হোসেনের। মাদক মামলায় জামিনে বের হয়ে কারাবাস থেকে রেহাই পেতে তিনি ছদ্মবেশে ছিলেন।
গতকাল শনিবার (১০ সেপ্টেম্বর ২০২২) বাড্ডা থানা এলাকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শাহআলী থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, পিপিএম জানান, ২০১২ সালে সেপ্টেম্বর মাসে ৭ তারিখ মোঃ বিল্লাল হোসেন মাদকসহ শাহআলী থানা পুলিশের কাছে গ্রেফতার হয়েছিলেন। এই মাদক মামলা থেকে জামিনে বের হয়ে মামলার দায় হতে বাঁচার জন্য শাহআলী থানা এলাকা ছেড়ে তিনি চলে যান। উক্ত মামলায় আসামী বিল্লালের ২ বছর সাজা হয়। গত ৭ বছর ধরে হিজড়ার ছদ্মবেশ ধারণ করে তিনি আত্মগোপনে থাকেন।
তিনি বলেন, শাহআলী থানা পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়। পরে বাড্ড থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি আরও বলেন, গ্রেফতারকৃত বিল্লাল প্রকৃতপক্ষে হিজড়া নয়। তার ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে প্রকৃত নাম ও ঠিকানা নিশ্চিত হওয়া যায়।

শেয়ার বাটন