Monday, April 29সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

“সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালন”

মনিরুজ্জামান (মহসিন) : সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলাধীন সখীপুরের ঐতিহ্যবাহী সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে ১২ রবিউল আওয়াল ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টা হতে বিজ্ঞান ভবনের ২য় তলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: শহীদুল ইসলাম এর সভাপতিত্বে এবং শিক্ষক মো: আবু তালেব এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আলোচনা রাখেন হিসাববিজ্ঞান বিভাগীয় প্রধান আলহাজ্জ মো: আকবর আলী, ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক মো: শাহানুর রহমান ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মো: মনিরুজ্জামান (মহসিন)।
শিক্ষকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আলহাজ্জ আকরাম হোসেন, মো: আব্দুর রহমান, মো: জাহাঙ্গীর কবির, স্বপন কুমার মন্ডল, এস এম ফিরোজ আহমেদ, মো: আমিনুর রহমান, মো: আত্তাবুজ্জামান (মধু), মো: নাসির উদ্দীন, নৃপেন্দ্রনাথ স্বর্ণকার, প্রদীপ কুমার মন্ডল, হিসাবরক্ষক বৈদ্যনাথ সরদার, ক্লার্ক আব্দুল আলিম, স্টাফ শেখ আজিজুল ইসলাম, আইয়ুব হোসেন, শওকাত আলী, ফতেমা খাতুন, লুৎফর রহমান ও শিক্ষার্থীবৃন্দ।

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও শেষে মহানবী হজরত মুহাম্মদ (স.) এর জীবনাদর্শ নিজেদের জীবনে যাতে বাস্তবায়িত হয় সে প্রত্যাশার পাশাপাশি ২৮ সেপ্টেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিনে তার দীর্ঘায়ূ ও উওরোত্তর সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন বিজ্ঞান ১ম বর্ষের শিক্ষার্থী হাফেজ মো: আলমগীর হোসেন।

শেয়ার বাটন