Monday, April 29সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

সখিপুর আহছানিয়া মিশনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা,)পালন

রফিকুল ইসলাম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ দেবহাটা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৫ বছর আগের এই দিনে আরবের পবিত্র মক্কা নগরীতে বিশ্বমানবতার মুুক্তির দূত বিশ্বনবী হযরত মুহম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। ৬৩ বছর বছর পর একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন। তাই মুসলিম উম্মাহ্‌র জন্য ১২ ই রবিউল আওয়াল। যেমন আনন্দের, তেমনি শোকেরও। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযথ মর্যাদায় পালনের জন্য।দেবহাটা উপজেলা সখিপুর আহছানিয়া মিশনের উদ্যোগে,৭ই অক্টোবর শনিবার সরকারি খান বাহাদুর কলেজ প্রাঙ্গণে, পেয়ারা হাবিব পেয়ারা নবীজিজম্মদিন পালনে ওয়াজ মাহফিল পালন অনুষ্ঠানে সভাপত্বিত করেন সখিপুর আহছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সভাপতি মোখলেছুর রহমান।,
উক্ত মসলিসে প্রথম বক্তব্য রাখেন, হাপেজ মোঃ আঃ হাকিম (আহছানী) দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসার মোঃ আলমগীর হোসাইন যশর তৃতীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর বাজার মসজিদের খতিব মাওলানা কামরুল ইসলাম,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মাহমুদপুর থেকে আলহাজ্ব হযরত মাওলানা আসমাতুল্লাহ আল গালিব আমন্তিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলতা কেন্দ্রীয় মিশনের সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সাইদুল ইসলাম আরো উপস্থিত ছিলেন নলটা কেন্দ্রীয় মিশনের ভারপ্রাপ্য সাধারণ সম্পাদক ডক্টর নজরুল ইসলাম ছাড়াও কেন্দ্রীয় মিশনের কর্মকর্তাগণ অনুস্থান পরিচালনা করেন সখিপুর আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আবু তালেব
বলেন,বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) মুসলীম জাহানের এক অতুলনীয় আদর্শ।
বর্বর আরব সমাজে তার আবির্ভাব বদলে দিয়েছিল গোটা সমাজব্যবস্থাকে। মানবতার মুক্তির দূত হয়ে তিনি আরব সমাজের পাশাপাশি গোটা পৃথিবীর মানুষের জন্য নিয়ে এসেছিলেন শান্তির বার্তা।মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে অন্য ধর্মাবলম্বী অনেকেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

শেয়ার বাটন